Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে অনুমতি ছাড়া সভা-সমাবেশ করা যাবে না

ইবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইবি: তালিকাভুক্ত সংগঠন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সভা, সমাবেশ বা মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি করতে প্রশাসনের অনুমতি নিতে হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা দফতর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুষছেন শিক্ষার্থীরা। এটিকে প্রকারান্তে ‘নিষেধাজ্ঞা’ বলে মনে করছেন তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্র-উপদেষ্টা অফিসে তালিকাভুক্ত সংগঠন বা সমিতি বা ক্লাব ছাড়া অন্য কোনো সংগঠন বা সমিতির নামে ক্যাম্পাসে কোনো প্রকার সভা, সমাবেশ, মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচি পালন না করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তালিকাভুক্ত হতে চাইলে উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদের তালিকা, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি (উপদেষ্টা পরিষদের সইসহ) ছাত্র উপদেষ্টা অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বিশ্ববিদ্যালয় চিন্তা ও মত প্রকাশের জায়গা। কোনো সামরিক ক্যাম্প নয় যে আন্দোলন, সভা সেমিনার করতে হলে অনুমতি নিতে হবে। কেউ শিক্ষার্থীদের প্রতিবাদ দমিয়ে ক্যাম্পাস চালাতে পারবে না। প্রতিবাদ ও সংগঠন করা আমাদের অধিকার। মনে রাখবেন বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন কিন্তু প্রশাসনের তালিকাভুক্ত কোনো সংগঠনের মধ্যে থেকে হয়নি।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমাদ গালিব বলেন, সামাজিক ও প্রতিবাদী কার্যক্রমকে বাধাদান স্বৈরাচারী আচরণকে ইঙ্গিত করে। এতে প্রশাসনের অদূরদর্শিতা প্রমাণ হয়। কারো কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সুস্থ সংস্কৃতির বিকাশে প্রতিবন্ধক।

ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, সভা ও সেমিনার যে কেউ করতে পারে। ব্যক্তি একজন হলেও তার প্রতিবাদের জায়গা প্রশাসনকে দিতে হবে। অনুমতি নিয়ে কখনো আন্দোলন হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দাবি অযৌক্তিক ও অবান্তর।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও প্রতিবাদ করা শিক্ষার্থীদের অধিকার। আমরা সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিকে সমর্থন করি।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএস

অনুমতি ইবি না যাবে সভা সমাবেশ

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর