ঢাকা: দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ (সিএসআর) প্রতিবেদন এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত বার্ষিক সিএসআর বাজেট প্রতি বছর ফেব্রুয়ারির মধ্যে ‘সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ’-এ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অতি সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, বিদ্যমান সিএসআর নীতিমালার আলোকে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সিএসআর কার্যক্রম তদারকি ও নির্ধারিত হারে খাত ভিত্তিক সিএসআর ব্যয়ের সদ্ব্যবহার (ফান্ড ইউজ) নিশ্চিতকরণে সমাপ্ত পঞ্জিকা বছরের ডিসেম্বর ভিত্তিক কর-পরবর্তী নিট মুনাফার তথ্য এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত বার্ষিক সিএসআর বাজেটের কপি (বোর্ড মেমোসহ) প্রতিবছর ফেব্রুয়ারির মধ্যে নিয়মিতভাবে ‘সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ’-এ জমা দিতে হবে। পরবর্তীতে বার্ষিক সিএসআর বাজেট সংশোধন করা হলে সংশোধিত কপি অর্ধ-বার্ষিক প্রতিবেদনের সঙ্গে দাখিল করতে হবে।