Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাডভোকেট রওশন আরা পপির মৃত্যুতে ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-রাজশাহী মহানগর শাখার সভানেত্রী অ্যাডভোকেট রওশন আরা পপি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন অ্যাডভোকেট রওশন আরা পপি। তিনি রাজশাহী মহানগর মহিলা দলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

অ্যাডভোকেট রওশন আরা পপি বিএনপি মির্জা ফখ্রুল ইসলাম আলমগীর মৃত্যু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর