Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের উত্তেজনার আঁচ ভারতেও, সীমান্তে নিরাপত্তা বাড়াল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়া যাত্রীরা অপেক্ষা করছেন। ছবি: সংগৃহীত

নেপালের চলমান সহিংস বিক্ষোভের কারণে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিক্ষোভে জনচাপের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। নেপালের এই অস্থিরতা যাতে ভারতের ভূখণ্ডে ছড়িয়ে না পড়ে, সেজন্য রাজ্য পুলিশ বাহিনী সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর সঙ্গে যোগ দিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একটি সংবাদমাধ্যমকে একজন কর্মকর্তা জানান, নেপালের অস্থিরতার কারণে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-মেয়র থেকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় বালেন শাহ

ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এসব সীমানা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্য পর্যন্ত বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও বন্ধুত্ব চুক্তি অনুযায়ী দুই দেশের নাগরিক ও পণ্যের অবাধ চলাচল থাকলেও, বর্তমান উচ্চ সতর্কতার কারণে সীমান্তে চলাচল সীমিত করা হয়েছে।

উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার গৌরিফান্তা সীমান্তে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী নেপালি নাগরিকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। তবে নেপালে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে। একইভাবে, নেপালও ভারতীয় নাগরিকদের প্রবেশ করতে দিচ্ছে না, তবে ভারতে কর্মরত বা ভ্রমণকারী নেপালি নাগরিকদের দেশে ফিরতে অনুমতি দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পানিটানকি সীমান্ত শহরের ছবি থেকে দেখা যায়, উত্তেজনার কারণে বাণিজ্য আংশিকভাবে বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে।

এলাকার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, ‘এখানে পুলিশ পোস্ট স্থাপন করে বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সতর্ক অবস্থায় আছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহারসহ নেপালের সীমান্তবর্তী অন্যান্য ভারতীয় অঞ্চলেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, সহিংস ঘটনার কেন্দ্রস্থল কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেও সেনা মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের নেপালে অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত রাখতে এবং সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে তারা বিক্ষোভে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসাবে, আমরা আশা করি সকল সংশ্লিষ্ট পক্ষ সংযম বজায় রাখবে এবং শান্তিপূর্ণ উপায়ে ও আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করবে। আমরা এও লক্ষ্য করেছি যে কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং নেপালের অন্যান্য কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়াও, নেপালের বেশিরভাগ বিমানবন্দর বন্ধ থাকায় দুই দেশের মধ্যে বিমান চলাচলও স্থগিত রয়েছে।

সারাবাংলা/এইচআই

জেনজি নেপাল ভারত ভারত সীমান্ত ভারত-নেপাল সীমান্ত

বিজ্ঞাপন

আইফোন ১৭ সিরিজ উন্মোচন করলো অ্যাপল
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

আরো

সম্পর্কিত খবর