Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণে প্রথমবারের মত আইটিএফসি’র সঙ্গে চুক্তি সই

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

– ছবি : ইআরডি

ঢাকা: খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণে প্রথমবারের মত আন্তর্জাতিক ‘ইসলামী উন্নয়ন ব্যাংক’ (আএসডিবি)-এর সদস্য সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন’ (আইএফটিসি)-এর সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় এ-সংক্রান্ত চুক্তি সই করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’ জানায়।

ইআরডি জানায়, আইএফটিসি’র সঙ্গে দুটি চুক্তি সই করা হয়েছে। চুক্তিগুলোর মধ্যে রয়েছে- মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তি এবং সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধা। এর মধ্যে ‘মাস্টার মুরাবাহা’ অর্থায়ন চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ‘সিন্ডিকেটেড মুরাবাহা’ অর্থায়ন চুক্তিতে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান সই করেন।

বিজ্ঞাপন

ইআরডি জানায়, চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে ১০ কোটি ডলার অর্থায়ন করবে আইএফটিসি।

ইআরডি জানায়, আইএফটিসি’র অর্থায়নে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি) প্রতি বছর জ্বালানি তেল আমদানি করে আসছে। এবারই প্রতিষ্ঠানটি প্রথমবারের মত সার আমদানিতে ঋণ দেবে। এটি বাংলাদেশের সার আমদানির ক্ষেত্রে সহায়তা করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাবাংলা/আরএস

আইটিএফসি’র সঙ্গে চুক্তি সই ইআরডি কৃষি মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর