ঢাকা: বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ করা হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হবে এবং এতে সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের বিস্তারিত মতামত দেবে, যেখানে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।