Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার তৈরি, কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৪

সাতক্ষীরা: সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে ইটের গুঁড়ো দিয়ে ভেজাল সার তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ভেজাল সার তৈরির বিষয়টি ধরা পড়ে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় দেখা যায়, সাইনবোর্ডবিহীন ওই কারখানায় দুইজন নারী শ্রমিক বিভিন্ন কৃষি ও মৎস্য পণ্যের মোড়কজাতকরণের কাজ করছেন। এ সময় অভিযোগ ওঠে যে, সেখানে ইটের গুঁড়ো সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

বিজ্ঞাপন

কারখানায় কর্মরত শ্রমিক ইন্দোরানী মণ্ডল বলেন, ‘আমরা বাইরে থেকে আনা পণ্যগুলো শুধু প্যাকেট করি। এখানে ইটের গুঁড়ো কেন আনা হয়েছে, তা আমরা জানি না। আমাদের কাজ শুধু মোড়কজাত করা।’

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, ‘আমরা এখানে ইটের গুঁড়ো সার হিসেবে প্যাকেটজাত করার প্রমাণ পেয়েছি। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র নেই। মালিককে ডাকা হলেও তিনি আসেননি। কৃষকদের সঙ্গে এভাবে প্রতারণা করা একটি মারাত্মক অপরাধ।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজালের প্রমাণ পেয়েছি। তাই সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী মালিককে জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা মালামাল বিসিক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।’

তবে এই ঘটনায় বিসিক কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বিসিক শিল্প নগরীর ভেতরে দীর্ঘদিন ধরে এমন ভেজাল কার্যক্রম চললেও স্থানীয় বিসিক কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। শিল্প নগরীর মতো সংরক্ষিত এলাকার ভেতরে অবৈধভাবে এমন একটি কারখানা পরিচালিত হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের নজরে না আসাটা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়ছে।

ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার তৈরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসন বলছে, কৃষকদের সচেতন থাকতে হবে। সার কেনার সময় অবশ্যই প্যাকেটের মান ও উৎস যাচাই করে নিতে হবে, যাতে ভেজাল সার কিনে আর্থিক ক্ষতির মুখে না পড়েন।

সারাবাংলা/এসআর

কারখানা জরিমানা ভেজাল সার সাতক্ষীরা সিলগালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর