কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাছ শিকার করে ফেরার পথে দুইটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিনের পৃথক সময় সেন্টমার্টিন দক্ষিণ থেকে মাছ শিকার শেষে ফেরার পথে সাগরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভা কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাদাত হোসেন জানান, সেন্টমার্টিন দক্ষিণ থেকে মাছ শিকার করে টেকনাফ কায়ুকখালী বোট ঘাটে ফেরার পথে সাগরের মাঝপথে মিয়ানমার আরাকান আর্মি স্পিডবোট করে ইউনুছ ও দেলোয়ারের মালিকানাধীন ট্রলার দুইটি আটক করেছে। এসময় ইউনুছ ও দেলোয়ারের ট্রলারের ১৫ জনকে ধরে নিয়ে যায়।
এর আগে গত ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৯টি ট্রলারসহ ৬৪ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। জেলেদের নিরাপদে ফেরাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে বোট মালিক সমিতি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিন সাগর থেকে ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্রে জানা যায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির সহায়তায় প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনো তাদের হেফাজতে রয়েছে। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীটি আরও ৬৪ জেলেকে ধরে নিয়ে গেছে।