Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
বাংলাদেশ-হংকং মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল হংকং

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে আবুধাবিতে মাঠে নামবে লিটন দাসের দল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

টি-২০ ফরম্যাটে এর আগে মাত্র একবারই দেখা হয়েছে বাংলাদেশ-হংকংয়ের। অবাক করার মতো ব্যাপার হলো, একমাত্র দেখায় বাংলাদেশকেই হারিয়ে দিয়েছিল হংকং!

১১ বছর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দেশের। চট্টগ্রামে হওয়া গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ১০৮ রান।

বাংলাদেশের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারালেও দুই বল হাতে রেখেই রোমাঞ্চকর এক জয় তুলে নেয় হংকং।

বিজ্ঞাপন

এরপর প্রায় এক যুগ পেরিয়ে গেলেও টি-২০তে দুই দেশের আর দেখা হয়নি। আজ এশিয়া কাপের গ্রুপ পর্বে আবারও দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশ ও হংকংয়ের।

বাংলাদেশ কি পারবে ১১ বছর আগের সেই হারের বদলা নিতে?

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ-হংকং মুখোমুখি লড়াই

বিজ্ঞাপন

৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০২

আরো

সম্পর্কিত খবর