এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে আবুধাবিতে মাঠে নামবে লিটন দাসের দল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
টি-২০ ফরম্যাটে এর আগে মাত্র একবারই দেখা হয়েছে বাংলাদেশ-হংকংয়ের। অবাক করার মতো ব্যাপার হলো, একমাত্র দেখায় বাংলাদেশকেই হারিয়ে দিয়েছিল হংকং!
১১ বছর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দেশের। চট্টগ্রামে হওয়া গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ১০৮ রান।
বাংলাদেশের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারালেও দুই বল হাতে রেখেই রোমাঞ্চকর এক জয় তুলে নেয় হংকং।
এরপর প্রায় এক যুগ পেরিয়ে গেলেও টি-২০তে দুই দেশের আর দেখা হয়নি। আজ এশিয়া কাপের গ্রুপ পর্বে আবারও দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশ ও হংকংয়ের।
বাংলাদেশ কি পারবে ১১ বছর আগের সেই হারের বদলা নিতে?