Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে?

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪

হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিজেদের ইতিহাসে কখনোই এশিয়া কাপের শিরোপা না জেতা হয়নি তাদের। তিনবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নতুন স্বপ্ন বুকে বেধে এবারও এশিয়া কাপের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। সঙ্গে থাকতে পারেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।

স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেন ও শেখ মাহেদি। টপ অর্ডারে তানজিদ তামিম ও পারভেজ ইমন ওপেন করতে পারেন। একাদশে আরও থাকার সম্ভাবনা তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলীদের।

বিজ্ঞাপন

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল, ‘হংকং যদি ভালো ক্রিকেট খেলে বসে তখন আমাদের বড় ব্যবধানে ম্যাচ জেতাটা কষ্টকর হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের ১০০% দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব। ফলে প্রথম টার্গেট ম্যাচ জেতা। নেট রান রেট ব্যাক অব দ্যা মাইন্ডে থাকতেই পারে। নির্দিষ্ট দিনে বুঝতে হবে আমরা কতখানি নিতে পারব, হিতে বিপরীত যেন না হয়। প্রথম টার্গেট ম্যাচ জেতা। ভালো পরিস্থিতিতে থাকলে আমাদের চিন্তা চেঞ্জ হতেও পারে।’

হংকংয়ের সঙ্গে টি-২০ ফরম্যাটে বাংলাদেশের দেখা হয়েছিল একবারই। ২০১৪ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছিল হংকং। বাংলাদেশ কি পারবে সেই হারের বদলা নিতে?

হংকংয়ের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর