Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমানে অবনতি, দূষণের শীর্ষে জাকার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার বায়ুমানে গতকালের তুলনায় কিছুটা অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ৭৯, যা সহনীয় মাত্রায় পড়লেও বুধবারের (১০ সেপ্টেম্বর) তুলনায় খারাপ। গতকাল ঢাকার একিউআই ছিল ৭৩ এবং বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় অবস্থান ছিল ২৩তম, আজ তা বেড়ে হয়েছে ২০তম।

অন্যদিকে বায়ুদূষণে আজকের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির একিউআই ১৬৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— কঙ্গোর কিনশাসা (১৬৫), পাকিস্তানের লাহোর (১৫৮), ভিয়েতনামের হো চি মিন সিটি (১৫৩) এবং সৌদি আরবের রিয়াদ (১৫১)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। দীর্ঘদিন এ ধরনের দূষণ শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদরোগ এমনকি ক্যানসারের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী—

একিউআই ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস,
৫১–১০০ হলে সহনীয়,
১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর,
১৫১–২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর,
২০১–৩০০ হলে খুব অস্বাস্থ্যকর,
আর ৩০০ ছাড়ালে বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়।
২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণ বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, গৃহস্থালি ও বাইরের বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে মারা যায় ৬৭ লাখ মানুষ।

সারাবাংলা/এফএন/এনজে

ঢাকা বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর