Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১

গণপিটুনিতে নিহত রাসেল।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেলের বাড়ি জামালপুরে মাদারগঞ্জ উপজেলায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাত তিনটার দিকে হলুদিয়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার একটি ব্যাটারিচালিত অটো নিয়ে পালাতে গেলে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। জনতার এলোপাতারি আঘাতের কারণে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে এক পর্যায়ে সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
২৮ অক্টোবর ২০২৫ ১২:৫৭

আরো

সম্পর্কিত খবর