Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৩

ঘটনাস্থল।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৩) ও একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।

আহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চৌমুহনী বাজার এলাকায় যাচ্ছিল। তারা সরুর পোল এলাকায় পৌঁছালে চৌমুহনী গ্রামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন সড়কে ছিটকে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে এবং রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারকে মরদেহ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে

ট্রাকের ধাক্কা নিহত মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর