Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুবি করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৯

শিক্ষার্থী-শিক্ষকদের মানববন্ধন। ছবি: সারাবাংলা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহিদ আবদুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর।

এ সময়, ‘তুমি কে আমি কে, সুমাইয়া সুমাইয়া; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যা কারীর ফাঁসি চাই; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; আমার বোন খুন কেন, প্রশাসন জবাব চাই; বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ বলে স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা ।

বিজ্ঞাপন

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ১৩ ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, ইনকিলাব মঞ্চ কুবির আহ্বায়ক হান্নান রহিম, কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিলসহ অনেকে বক্তব্য দেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের সমাবেশ। ছবি: সারাবাংলা

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোরসালিনা বেগম বলেন, ‘আমরা হত্যাকাণ্ডের পর থেকেই যে তথ্যগুলো পাচ্ছি সবগুলোতে অসংগতি লক্ষ্য করছি। আমরা পুলিশ সুপারের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে উনি তা এড়িয়ে যান। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন সুমাইয়া হত্যার বিচার নিশ্চিত করবে ।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দীন মোহাম্মদ রুবেল বলেন ‘আমরা এখনো বলতে পারছি না হত্যার আসল রহস্য কী? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চাচ্ছি, তারা যেন এ বিষয়ে কনসার্ন হন। আসামিদের এমন দৃশ্যমান বিচার চাই যা সারা দেশে ছড়িয়ে পড়বে। সুমাইয়া জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিল।’

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার বলেন, ‘ঘরের মধ্যে ঢুকে হত্যা করা এটা কল্পনাও করা যায় না। ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার হয়েছে কিন্তু এখনো জানি না আসামির সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয় প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এনজে

কুবি ছাত্রী দাবি মানববন্ধন হত্যার বিচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর