Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী ‘জ্বালাময়ী জালাল’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫

জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল।

ঢাকা: হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। পাঁচ হাজার টাকা মুচলেকা নিয়ে এ জামিন দেওয়া হয়।

এর আগে, ২৭ আগস্ট জালালকে কারাগারে পাঠানোর আদেশ দেন দুপুরে ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমানের আদালত। রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ২৬ আগস্ট রাতে জালালকে আটক পুলিশ। রাতেই তার বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন। তবে দুদিন আগেই ডাকসুর নির্বাচন শেষ হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বি শ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর