Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৩ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯

যশোর : যশোরে প্রায় ২ কেজি ওজনের ১৭টি সোনার বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক সঞ্জয় সরকার বোয়ালমারি ফরিদপুর জেলার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।

জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানায়, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তার কাছ থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। ছাড়াও তার কাছে থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ২৮৪ টাকাও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃত সঞ্জয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

আটক জব্দ যশোর সোনা সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর