Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে সরকার গঠনে ‘জেন-জি’র পছন্দ সুশীলা, চলছে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ছবি: সংগৃহীত

নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নির্ধারণে সেনাবাহিনী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল এবং ‘জেন-জি’ (Gen Z) প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সূত্র অনুযায়ী, ‘জেন-জি’ আন্দোলনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে তাদের একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রথমে কারকির সহযোগীদের সঙ্গে সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের নেতৃত্বে সেনা নেতৃত্বের আলোচনা হবে। এরপর পরিস্থিতির ওপর নির্ভর করে আলোচনা প্রেসিডেন্ট ভবনে (শিতল নিবাস) স্থানান্তরিত হবে। কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেল শাহও কারকির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন, যা ‘জেন-জি’ আন্দোলনের সর্বসম্মত পছন্দ হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অন্তর্বর্তী সরকার আলোচনা জেন জি নেপাল সুশীলা কারকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর