ঢাকা: গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের পঞ্চম স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটির অবস্থান ঢাকার শান্তিগরের ১৬৯/১ কনকর্ড গ্র্যান্ডে অবস্থিত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম স্টোরটি চালু করা হয়।
স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ওয়্যারহাউস ম্যানেজার মো. উমার ফারুক হোসেন, এরিয়া ম্যানেজার মো. হারিস বিন জামালউদ্দিন, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচ আর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন ও মার্কেটিং ম্যানেজার রাহাত নবি। এ সময় তারা ফিতা কেটে মি. ডি আই ওয়াই -এর সম্প্রসারণ ও ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে জানানো হয়, মি. ডি আই ওয়াই ‘গুণগত মান, সাশ্রয়ী দাম ও নানান বৈচিত্র্যের সমাহার, এক ছাদের নিচে আপনার সকল চাহিদা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা। মি. ডি আই ওয়াই তাদের ‘অলওয়েজ লো প্রাইজ’ নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।’
শান্তিনগরে চালু হওয়া নতুন স্টোরে ১০ হাজারের বেশি পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত- গৃহস্থালী পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস। প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু থাকছে, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! ক্রেতারা ১ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় পাচ্ছেন মি. ডি আই ওয়াই এর ফ্রি ছাতা ফ্রি। এছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে মি. ডি আই ওয়াই টপ টেন ক্যাম্পাইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার।