Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু


৭ জুলাই ২০১৮ ১৯:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর ভিআইপি টাওয়ারের সামনে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে আল আমীন (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোস্তাফিজুর রহমান (২৫) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শনিবার (৭জুলাই) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আল আমিন গাজীপুর জেলার শ্রীপুর মাওনা এলাকার আব্দুল খালেকের ছেলে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) টি এম আল আমিন জানান, বিমান বন্দরের ভিআইপি টার্মিনালের উল্টোপাশের সড়ক ও জনপথের একটি ট্রাক দাঁড়ানো ছিল। একটি মোটরসাইকেলে দুই আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আহত মিঠুনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত আল আমিনের খালাতো ভাই মেহেদী হাসান জানান, আল আমিন ও মিঠুন সম্পর্কে খালাতো ভাই। তারা টঙ্গীর একটি মাদ্রাসা থেকে হাফেজী শেষ করেছেন। বর্তমানে মিঠুন আশুলিয়ার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। তারা দুজন বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল। দুপুরে দু’জন মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে মিরপুর যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হয়।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর