Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ৯ স্থানে গণজমায়েত নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকাসহ রাজধানীর ৯ স্থানে সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণ-বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণজমায়েত জাজেস কমপ্লেক্স জামে মসজিদ গেট ডিএমপি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট বিচারপতি ভবন মাজার গেট রাজধানী সরকারি বাসভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর