Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯

সড়ক দুর্ঘটনার শিকার বাইকটি।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় ড্রামট্রাক চাপায় রবিউল ইসলাম রজব (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম মোটরসাইকেল যোগে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি ড্রাম ট্রাকের চাপায় তিনি মারা গেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর