টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের মাদক ব্যবসায়ী মাহফুজ (২৫) কে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বছরের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, আসামি মাহফুজ দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। তাকে ৫৪ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (মাদক) মোতাবেক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।