Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা বর্জন চবি ছাত্রদলের

চবি করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

চবি ছাত্রদলের মতবিনিময় সভা বর্জন

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা বেরিয়ে গেছের ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সভায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচন কমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। চবি শাখা ছাত্রদলের একটি প্রতিনিধি দলও অংশ নিয়েছিল। সভার মাঝপথে আয়োজকদের আচরণ ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে প্রথমে তারা হট্টগোল করেন। এরপর সভা বর্জনের ঘোষণা দিয়ে সভাস্থল ছেড়ে যান।

বিজ্ঞাপন

চবি শাখা ছাত্রদলের অভিযোগ, সভার শুরুতে চাকসু নির্বাচন নিয়ম বেঁধে দেয় যে- একজন শিক্ষার্থী একটির বেশি প্রশ্ন করতে পারবে না। এতে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ ক্ষুণ্ন করা হয়েছে বলে মনে করছে ছাত্রদল। এ ছাড়া শিক্ষার্থীদের প্রশ্নের জবাব নির্বাচন কমিশন না দিয়ে সেটি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। এতে কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে।

সভাস্থল ছেড়ে যাবার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর শিক্ষার্থীদের কোনো আস্থা নেই। যে প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে, সেই প্রশাসনের পক্ষে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব এটা নিয়ে আমরা সন্দিহান। তারা যে নির্বাচন কমিশন গঠন করেছে, সেটা কতটুকু স্বাধীন আমরা সন্দিহান। এ জন্য আজ আমরা শুধু ছাত্রদল না, সাধারণ শিক্ষার্থীদের অনেকেও সভা বর্জন করে বেরিয়ে গেছে।’

চবি শাখা ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, ‘সভায় শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করা হয়েছে। যে কমিশন শিক্ষার্থীদের কথা শোনে না, সেই কমিশনের অধীনে চাকসু নির্বাচন আদৌ সম্ভব কী না, তা নিয়ে আমরা সন্দিহান।’

জানতে চাইলে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম. আরিফুল হক সিদ্দিকী সারাবাংলাকে বলেন, ‘মতবিনিময় সভা ত্যাগ করে ছাত্রদল চলে গেছে। কিন্তু এটাই তো শেষ সভা নয়, আরও মতবিনিময় সভা হবে। গঠনতন্ত্র পরিবর্তনসহ যেসব সিদ্ধান্ত রয়েছে, সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার। প্রশাসন যেভাবে গঠনতন্ত্র দেবে, কমিশন সেভাবেই কাজ করবে। আমরা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর।’

মতবিনিময় সভায় চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন, সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক বেগম ইসমত আরা হক, অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এইচআই

চবি চবি ছাত্রদল চাকসু সভা বর্জন

বিজ্ঞাপন

জাকসুর ফল ঘোষণা হতে পারে কাল
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর