Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭২ ঘণ্টায় ৬ দেশে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

ছবি: সংগৃহীত

গত ৭২ ঘণ্টায় ইসরায়েল কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনসহ ছয়টি দেশে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের একটি নেতৃত্ব কেন্দ্রে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিমান হামলা চালিয়েছে। সেসময় সেখানে গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল।

এই হামলায় ছয়জন নিহত হয়েছে, যার মধ্যে রয়েছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়্যার ছেলে, আল-হাইয়্যার দফতরের পরিচালক, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে, হামাসের শীর্ষ নেতারা এই হামলা থেকে বেঁচে গেছেন বলে জানা গেছে। এটি ইসরায়েলের সীমানার বাইরে পরিচালিত একটি বিস্তৃত হামলার অংশ এবং গত ৭২ ঘণ্টার মধ্যে ষষ্ঠ এবং চলতি বছরের মধ্যে সপ্তম দেশ হিসেবে কাতারে হামলা চালানো হলো।

বিজ্ঞাপন

ইসরায়েল গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে

সোমবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫০ জন নিহত ও ৫৪০ জনেরও বেশি আহত হয়েছে। সোমবার ৬৭ জন নিহত হয় এবং হাসপাতালগুলো ৩২০ জন আহতকে ভর্তি করে। একই দিনে, ছয়জন – যাদের মধ্যে দুইজন শিশু – খাদ্য সংকটজনিত কারণে মারা যায়। মঙ্গলবার আরও ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হয়।

ইসরায়েল গাজা শহরে তার হামলা অব্যাহত রেখেছে, যেখানে তারা বহুতল ভবন ধ্বংস করছে, অবকাঠামো গুঁড়িয়ে দিচ্ছে এবং বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করছে। এতে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৪ হাজার ৬৫৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৪০৪ জন অনাহারে মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা মারা গেছেন।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বোমা হামলা

সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় (জিএমটি ১০টা) ইসরায়েলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেকা এবং হারমেল জেলায় হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের গুদাম এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হিজবুল্লাহ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই হামলা গত নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন। চুক্তি থাকা সত্ত্বেও, ইসরায়েল লেবাননের ভূখণ্ডে, বিশেষ করে দক্ষিণে, প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে পাঁচটি সীমান্ত ফাঁড়িতে নিজেদের দখল বজায় রেখেছে। মঙ্গলবার বৈরুতের প্রায় ৩০ কিমি (১৯ মাইল) দক্ষিণে বারজা গ্রামের প্রবেশপথে একটি ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর একজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সিরিয়াকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার কয়েকটি স্থানে হামলা চালায়। যুক্তরাজ্যের সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) এর মতে, এই হামলায় হোমস-এর সিরীয় বিমান বাহিনীর ঘাঁটি এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাক আঘাতপ্রাপ্ত হয়।

হোমসের বাসিন্দারা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং লাতাকিয়ায় অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে তাদের সার্বভৌমত্বের “প্রকাশ্য লঙ্ঘন” এবং তাদের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি “সরাসরি হুমকি” হিসেবে নিন্দা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে ইসরায়েলের “ক্রমবর্ধমান আগ্রাসী কার্যকলাপের” অংশ বলে বর্ণনা করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক ঘাঁটি এবং অবকাঠামোতে শত শত হামলা চালিয়েছে। একইসঙ্গে তারা ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে দখলকৃত গোলান হাইটসের অসামরিকীকৃত বাফার জোনও দখল করে নিয়েছে।

SOHR জানিয়েছে, ইসরায়েল এই বছর এখন পর্যন্ত প্রায় ১০০টি হামলা চালিয়েছে, যার মধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল হামলা রয়েছে। এসব হামলায় প্রায় ১৩৫টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং ৬১ জন নিহত হয়েছে।

তিউনিসিয়ার উপকূলে গাজার নৌবহরে দুবার হামলা

সোমবার রাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (GSF)-এর প্রধান জাহাজ, ‘ফ্যামিলি বোট’, তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে নোঙর করা অবস্থায় একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয় এবং এতে আগুন ধরে যায়।

পোর্তুগালের পতাকাবাহী ২৩-মিটার (৭৬-ফুট) লম্বা এই জাহাজটিতে flotilla-র পরিচালনা কমিটির ছয়জন সদস্য ছিলেন। GSF-এর মতে, আগুনে প্রধান ডেক এবং স্টোরেজ এলাকার ক্ষতি হয়েছে, তবে যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। জাহাজের সকল কর্মী এবং কর্মীরা নিরাপদ আছেন বলে জানা গেছে।

‘ফ্যামিলি বোট’ ৫০টিরও বেশি জাহাজের একটি জোটের অংশ, যেখানে অন্তত ৪৪টি দেশের প্রতিনিধি রয়েছেন। তারা গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছে। এটি ২৫ আগস্ট ২০২৩ তারিখে যাত্রা শুরু করে এবং পরে সিদি বু সাইদ বন্দরে অন্যান্য জাহাজের সঙ্গে যোগ দেয়।

মঙ্গলবার রাতে দ্বিতীয় আরেকটি হামলা হয়, যখন আরেক ফ্লোটিলা জাহাজ ‘আলমা’, যা যুক্তরাজ্যের পতাকাবাহী, তিউনিসিয়ার জলসীমায় একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোনের আঘাতে লক্ষ্যবস্তু হয়। GSF জানিয়েছে, হামলায় জাহাজের উপরের ডেকে আগুন ধরে যায়, তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১০ সাল থেকে গাজার অবরোধ ভাঙার জন্য বেশ কয়েকটি নৌবহর চেষ্টা করেছে, যার অধিকাংশই আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল দ্বারা বাধাগ্রস্ত বা আক্রান্ত হয়েছে।

ইসরায়েল কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা

ইসরায়েল থেকে প্রায় ২,০০০ কিমি (১,২৪৩ মাইল) দূরে কাতারে এই হামলা, প্রথমবার এই ছোট উপসাগরীয় দেশটির ওপর ইসরায়েলের হামলা চিহ্নিত করে। এই দেশটিতে হামাস, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক আলোচনার আয়োজন করা হয়েছে।

দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া শহরের আকাশ ছেয়ে ফেলে। পরে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা ওয়েস্ট বে লেগুন এলাকায় একটি কম্পাউন্ডে হামলা চালিয়েছে, যেখানে বিদেশি দূতাবাস, স্কুল, কিন্ডারগার্টেন, সুপারমার্কেট এবং স্থানীয় কাতারি ও বিদেশি বাসিন্দাদের আবাসিক ভবন রয়েছে।

হামাসের নেতৃত্বকে কাতারে আশ্রয় দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে। এই হামলার স্থান থেকে মাত্র ৩৫ কিমি (২২ মাইল) দূরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ড সেন্টার, সেন্টকম, অবস্থিত।

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলা

বুধবার ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় সানা বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয়, যা এক মাসের মধ্যে দ্বিতীয়বার। এর আগে, ৬ মে, ইসরায়েল সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল, যেখানে এর টার্মিনাল ভবন ধ্বংস হয়ে গিয়েছিল এবং রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

২০২৫ সালের ২৮ আগস্ট, ইসরায়েলি বিমান হামলায় রাজধানীতে একটি হুতি সরকারি বৈঠকে হামলা চালানো হয়, যেখানে হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি এবং অন্যান্য বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হন।

সারাবাংলা/এইচআই

ইয়েমেন ইসরায়েলের হামলা কাতার গাঁজা তিউনিসিয়া লেবানন সিরিয়া হামলা

বিজ্ঞাপন

জাকসুর ফল ঘোষণা হতে পারে কাল
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর