Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড
শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৫

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. এনামুল হক।

আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত ২৮৬ জনের মধ্যে অনেকে বাংলাদেশে, আবারও অনেকে দেশের বাইরে রয়েছেন। বাংলাদেশে থাকা আসামিরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন কিংবা বিদেশে থাকা আসামিরা দেশে এলে যেন আটক করা হয় সেই বিষয়ে আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি করেন সিআইডির এই কর্মকর্তা। এর পর এনামুল হককে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। এর পর ১৪ আগস্ট চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিটিংয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/আরএম/পিটিএম

দেশত্যাগ নিষেধাজ্ঞা শেখ হাসিনা

বিজ্ঞাপন

জাকসুর ফল ঘোষণা হতে পারে কাল
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর