Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল ট্রলারে ৪ দিন সাগরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

স্পেশাল করসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৬

গভীর সাগরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: যান্ত্রিক ত্রুটির কবলে পড়া ট্রলারে চারদিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ গভীর সাগরে গিয়ে ১৭ জেলেসহ ট্রলারটি উদ্ধার করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সিয়াম-উল-হক সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে ‘এফবি মাসুদা শাহীন’ নামে ট্রলারটি নিয়ে সাগরে মাছ ধরতে যান ১৭ জেলে। ৭ সেপ্টেম্বর রাতে শ্যাফট (শক্তি স্থানান্তরকারী যন্ত্র) ভেঙে ট্রলারটি বিকল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

চারদিন ধরে সাগরে ভাসতে থাকা ট্রলারটি বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এরপর সেখান থেকে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর-১৬১১১ এ যোগাযোগ করে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা গিয়ে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ আছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

সারাবাংলা/আরডি/এইচআই

জেলে উদ্ধার বিকল ট্রলার যান্ত্রিক ত্রুটি সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর