Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির ৬১ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের ৬১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা পৃথক তিনটি অফিস আদেশ ও প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি/পদায়ন করা হলো। এদিকে ভিন্ন আরও দুটি আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে ১২ জনকে বদলি করা হয়েছে।

অফিস আদেশগুলোতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হবে বলে ধরা হবে।

বিজ্ঞাপন

এর আগে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বছরের শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বড় রদবদল করা হয়েছিল। সেদিন একদিনে কর্মস্থল পরিবর্তন করা হয় ৬২ কর্মকর্তার।

এরপর ১৫ জুলাই ৫১ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তার কর্মস্থল বদল করা হয়।

সারাবাংলা/এনএল/পিটিএম

কর্মকর্তা নির্বাচন কমিশন বদলি

বিজ্ঞাপন

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

শরীয়তপুরে হামলায় সাংবাদিক আহত
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২

আরো

সম্পর্কিত খবর