লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যকর অটোরিকশাচালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার মামুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে নিখোঁজ রায়ফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ পাওয়া যায়।
এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।
এই লোমহর্ষক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। এরপর র্যাব-১৩ মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় রংপুর র্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।