আন্তর্জাতিক টি-২০তে ৭৭ ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহর সঙ্গে। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই রিয়াদকে ছাড়িয়ে গেলেন লিটন দাস। সবাইকে ছাড়িয়ে লিটনই এখন এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার।
ছক্কা মারার চেষ্টার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া দরকার, হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই বলেছিলেন লিটন। ম্যাচেও দেখা গেল তেমনটাই। ব্যক্তিগত ৪২ রানের মাথায় খেললেন প্রথম বড় শট, হাঁকিয়েছেন ছক্কা। আর এই ছক্কাতেই দেশের হয়ে নতুন কীর্তি গড়েছেন দলের অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১১১তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিটন, তার নামের পাশে ছিল ৭৭ ছক্কা। মাহমুদউল্লাহ রিয়াদের পাশে থাকা লিটন এবার ছাড়িয়ে গেছেন বাকিদের। রিয়াদের চেয়ে ২১ ইনিংস কম খেলেই এখন তার ছক্কার সংখ্যা ৭৮টি।
৮৬ ইনিংসে ৫৫ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন সৌম্য সরকার। ১২৭ ইনিংস ৫৩ ছক্কায় চতুর্থ স্থানে সাকিব আল হাসান। ৭৪ ইনিংস ৪৪ ছক্কায় ৫ম স্থানে আছেন তামিম ইকবাল।