এশিয়া কাপে যাওয়ার আগে টানা কয়েকটি সিরিজ জিতে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তবুও টুর্নামেন্টের শুরুটা যেন ভালো হয়, সেই ব্যাপারে বাড়তি সতর্কতা নিয়েই হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আবুধাবিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে লিটন দাসের দল। জয়ের পর বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ঝড়েছে স্বস্তি।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৩ রান তুলেছিল হংকং। এই লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের দারুণ এক ফিফটিতে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজ জয় পায় বাংলাদেশ।
হংকংকে হেসেখেলে হারানোর পর স্বস্তি ঝড়েছে লিটনের কণ্ঠে, ‘হ্যাঁ অবশ্যই প্রথম ম্যাচ জিতে শুরু করাটা অনেক জরুরি। গত কয়েক সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে যখন এশিয়া কাপে খেলবেন, চাপ থাকবে। আমরা আজ ভালো করেছি। গত কয়েক বছরে পেস বোলিং অনেক উন্নতি করেছে। আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম, রিশাদকে (রিশাদ হোসেন) পেয়েছি। দারুণ ছিল।’
হংকংয়ের ব্যাটিংয়ে প্রশংসা করতে ভোলেননি লিটন, ‘অবশ্যই তারা (হংকং) অনেক ভালো ব্যাট করেছে। এখানের মাঠ অনেক বড়। ফলে সবসময় বড় শট খেলা যায়নি, ১-২ রানের উপরও নির্ভর করতে হয়েছে।’
আগামী ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।