Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপাল থেকে ফেরা ফুটবলারদের ‘মানসিক সহায়তা’ দেবে বাফুফে

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৯

নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ দল

প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিলেন তারা। তবে সেখানে এমন পরিস্থিতিতে পড়বেন, সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি জামাল ভুঁইয়ারা। ৪ দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে দেসে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বাফুফে বলছে, নেপাল ফেরত ফুটবলারদের সব ধরনের মানসিক সহায়তা দিতে প্রস্তুত তারা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সেখানে সরকারবিরোধী আন্দোলন ও সংঘাতের মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে ব্যাপক সহিংসতার খবর আসতে শুরু করে। এতেই দলের কোচ, খেলোয়াড় ও স্টাফদের পরিবারসহ পুরো দেশ দুশ্চিস্তায় পড়ে। এমনকি জামাল ভুঁইয়ারা যে হোটেলে আটকা পড়েছিলেন, সেটার বাইরেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দর বন্ধ থাকায় কিছুতেই ফুটবলারদের দেশে ফেরানো যাচ্ছিল না। অবশেষে ১১ সেপ্টেম্বর বিমানবাহিনীর বিশেষ বিমানে দেশে ফেরেন ফুটবলাররা। বিকালে কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বাহিনী ঘাঁটিতে পা রাখে পুরো স্কোয়াড। একই বিমানে ফিরেছেন সাংবাদিকরাও।

কুর্মিটোলায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়ালও।  ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের সব রকমের সহায়তার আশ্বাস দেন তিনি, ‘আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব, যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ অনেক সময় এ রকম পরিস্থিতিতে ফিজিক্যাল শকড হয়। আমরা এই বিষয়ে সচেতন রয়েছি। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিক্যাল টিমও চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে প্রস্তুত ছিল।’

সারাবাংলা/এফএম

নেপাল বাফুফে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরএফএল গ্রুপে কাজের সুযোগ
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬

নিয়োগ দিচ্ছে দুদক
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২

আরো

সম্পর্কিত খবর