ঢাকা: আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সমাবেশ। পরিবহন, গার্মেন্টস, হকারসহ সব শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাজীপুর চৌরাস্তা মোড় সংলগ্ন চান্দনা স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এ ছাড়া, এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির।
আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।