Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

লোকাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক করেছে বিজিবির সদস্যরা।

বেনাপোল: যশোরের শার্শার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে, এ সময় কোনো পাচারকারী আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-যশোর জেলার অভয়নগর এলাকার কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই এলাকার মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সদ্দার (৩৬), সয়োরার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) ও পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে, বিজিবির উপস্থিতির খবর পেয়ে নারী,পুরুষদের ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এসডব্লিউ

৪ বাংলাদেশি আটক অবৈধভাবে ভারতে প্রবেশ বিজিবি শার্শা

বিজ্ঞাপন

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

আরো

সম্পর্কিত খবর