Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

নরসিংদীতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের অনুষ্ঠানে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

নরসিংদী: বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নিত করার পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা বাজার এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গোতাশিয়া ইউনিয়নসহ পার্শবর্তী ইউনিয়নের প্রায় দেড় হাজারের বেশি মানুষ চিকিৎসা সেবা নেয়। সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত প্রায় ৪০ জন চিকিৎসক। অর্থপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্ম থেকে শুরু করে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি দেওয়া হয় প্রয়োজনীয় ঔষুধও।

সারাবাংলা/এসডব্লিউ

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বিএনপি স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর