দ্বিপাক্ষিক সিরিজে বহুকাল মুখোমুখি হননি তারা। আইসিসির যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ যেন তাই ক্রিকেট ভক্তদের কাছে বিশেষ কিছু। এবারও এশিয়া কাপের গ্রুপ পর্বে দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে এবার এই ম্যাচের টিকিট বিক্রি নিয়ে দেখা গেল অপ্রত্যাশিত এক ঘটনা। আয়োজকরা বলছেন, প্রত্যাশার তুলনায় একেবারেই কম বিক্রি হয়েছে এই হাই ভোল্টেজ ম্যাচের টিকিট!
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সাধারণত ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। উন্মাদনা এমন পর্যায়ে থাকে যে, নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দিয়েও টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েন সমর্থকরা।
১০ দিন আগে ছাড়া হয়েছে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। অবিশ্বাস্য হলেও সত্যি, এখন পর্যন্ত এই ম্যাচের ৫০ শতাংশ টিকিটও বিক্রি হয়নি!
কিন্তু কেনো টিকিট কিনতে দর্শকের এত অনীহা? ধারণা করা হচ্ছে, চড়া দামের কারণেই মূলত মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। প্রিমিয়াম মানের প্রতিটি টিকিটের দাম বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ টাকা। সর্বনিম্ন টিকিটের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার টাকা। সব মিলিয়ে টিকিটের চড়া মূল্য বিক্রিতে ভাটা ফেলেছে।
টিকিট বিক্রির এমন অবস্থা থেকে বিস্ময় প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ও এসিসি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোরও একই অবস্থা। তবে সবাই আশা করছেন, ম্যাচের আগেই বিক্রি হয়ে যাবে বাকি সব টিকিট। ম্যাচের দিন গ্যালারি দর্শকে টইটম্বুর থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের।