ঢাকা: সাবেক সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার–এর একমাত্র মেয়ে শ্রাবণী সরকার রিতু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিতুর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গুলশান সোসাইটি মসজিদে সাবেক সচিব কাজী মনিরের ভাইয়ের নামাজে জানাজা শেষে বিজন কান্তি সরকার হাসপাতালে পৌঁছান এবং সেখানেই মেয়ের মৃত্যুর খবর পান।
মরদেহ বর্তমানে উত্তরা বাসায় নেওয়া হয়েছে। মরদেহটি তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নেওয়া হবে এবং স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।