নেপালের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি দেশটির জনগণকে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের ব্যাপারে সতর্ক করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জনগণকে যেকোনো গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে।
দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়ে, বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি, প্রেস নোট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে সব আনুষ্ঠানিক বার্তা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করে থাকে। তাই যেকোনো তথ্যের জন্য এই মাধ্যমগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধু এই অফিসিয়াল যোগাযোগ মাধ্যমগুলোর ওপরই ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা ভবিষ্যতেও সময় মতো ও স্বচ্ছ তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবাইকে অনুরোধ করেছে—যেন তারা আতঙ্ক না ছড়িয়ে শান্তি বজায় রাখতে সহায়তা করে এবং যাচাই-বাছাই না করা বার্তা ছড়ানো থেকে বিরত থাকে।
এদিকে সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, দুই দিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতির পরিমাণ ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) রুপিরও বেশি।
গুরুত্বপূর্ণ ভবনের পাশাপাশি অমূল্য ঐতিহাসিক নথি ও দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডে ভয়াবহ ক্ষতি হয়েছে। প্রতিটি স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছিল কোটি কোটি রুপি।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এসব ভবন কেবল সংস্কার বা রেট্রোফিটিং করে চালানো সম্ভব নয়। এগুলো পুনর্নির্মাণ করতে ২০০ বিলিয়ন রুপিরও বেশি খরচ হবে। এই হিসাব কেবল ভবনের, অফিস সেটআপ ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ এতে ধরা হয়নি।