Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরাকান আর্মির হাত থেকে কৌশলে পালিয়ে ফিরলেন ১৮ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জেলে কৌশলে পালিয়ে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশের হেফাজতে থাকার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

ফেরত আসা জেলেরা জানান, মঙ্গলবার আরাকান আর্মি অস্ত্রের মুখে তাদের ট্রলারসহ পাঁচটি ট্রলার মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় অন্ধকারের সুযোগে একটি ট্রলার ঘুরিয়ে পালাতে সক্ষম হন তারা। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন, এর মধ্যে ৮ জন অন্য ট্রলারের জেলে।

বিজ্ঞাপন

জেলেদের একজন দিল-মোহাম্মদ বলেন, “আমাদের ট্রলারে দুজন আরাকান আর্মির সদস্য ছিল। আমরা ট্রলার ঘুরিয়ে দিলে বিষয়টি বুঝে তারা সাগরে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে চলে যায়।”

পালিয়ে আসা ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান। তিনি জানান, তার ট্রলারটি ১০ জেলে নিয়ে সাগরে গিয়েছিল। পরে আরাকান আর্মি আরও ৮ জনকে তুলে দিয়ে অস্ত্রের মুখে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছিল। অন্ধকারের সুযোগে জেলেরা প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কোস্টগার্ড প্রথমে তাদের হেফাজতে নেয়। পরে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ ধরতে না যাওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর