নেপালে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫২ জনের প্রাণহানি ঘটেছে বলে নেপাল পুলিশ জানিয়েছে। পুলিশ মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ২১ জন বিক্ষোভকারী, ৩ জন পুলিশ সদস্য, ৯ জন কারাবন্দী, ১৮ জন অন্যান্য এবং একজন ভারতীয় নারী।
এদিকে, স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৫২টি হাসপাতালে মোট ২৮৪ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এ ছাড়া, ১ হাজার ৭৭১ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ পুলিশের গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর সহিংস রূপ নেয়।