ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, ২১টি হলের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি হলের ভিপি, জিএস এবং এজিএস পদে বিজয়ী প্রার্থীদের অনানুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়েছে।
ফলাফল থেকে জানা গেছে, মীর মশাররফ হোসেন হল: ভিপি পদে জয়ী জুবায়ের শাবাব (১৯১ ভোট), জিএস পদে শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট) ও এজিএস পদে আরাফাত (১৭৯ ভোট)।
শহীদ সালাম-বরকত হল : ভিপি পদে মারুফ, জিএস পদে মো. মাসুদ রানা মিষ্টু।
১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল) : ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান, এজিএস পদে নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল : ভিপি পদে মো. রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ, এজিএস পদে লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হল : ভিপি পদে জয়ী দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
নির্বাচনে অংশ নিয়েছেন ১১ হাজার ৭৫৯ জন ভোটার, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।