Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসু নির্বাচনের ভোট গণনা হঠাৎ বন্ধ, চলছে জরুরি সভা

জবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিনেরও বেশি সময় পার হলেও ফলাফল প্রকাশিত হয়নি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর হঠাৎ করেই ভোট গণনা বন্ধ রাখা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন।

এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

বিজ্ঞাপন

সবশেষ তথ্য অনুযায়ী, ২১টি হল কেন্দ্রের ১৯টি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি তিনটি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী বলেন, ‘আমরা পুরোদমে কাজ করে যাচ্ছি, আর মাত্র তিনটি হল সংসদের ভোট গণনা বাকি। এগুলো শেষ হলেই আমরা জাকসুর ভোট গণনা শুরু করে দেবো। আমরা গণনার জন্য টেবিল সংখ্যা বৃদ্ধি করেছি।’

সারাবাংলা/এইচআই

জাকসু জাকসু নির্বাচন ২০২৫ জাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর