Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে গণসমাবেশ।

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কোনো ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটা। হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ করা যাচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় খুলনা নিউমার্কেট চত্ত্বরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই সনদের আইন ভিত্তি প্রদান, অপরাধী, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শায়েখে চরমোনাই বলেন, চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল নেমেছে হাট বাজার, বাস স্ট্যান্ড দখল করার জন্য , চাঁদাবাজির করার জন্য, এরাই দেশকে অতীতে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাই এদেশের মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেবে না।

তিনি আরও বলেন, এদেশের মানুষ বিভিন্ন দলের রাষ্ট্র পরিচালনা দেখেছে বিভিন্ন আদর্শ দেখেছে এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নেয়ার জন্য, আগামীতে এদেশের মানুষ ইসলামকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে মুফতী ফয়জুল করীম আরও বলেন, স্বাধীনতার পরে ৫৩ বছরের নির্বাচন জাতীর আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই। সেই ব্যর্থ ব্যবস্থায় আবারও নির্বাচন হলে তৈরি হওয়া জঞ্জাল দুর হবে না। এই বাস্তবতায় পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজরা, খুনিরা, স্টেশন দখলকারীরা, ঘাট দখলকারীরা ক্ষমতায় আসবে? তা হবে না। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে।

শায়েখে চরমোনাই বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে, গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কী আমাদের সংসদ, নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে। তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি। পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নেবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় গণসমাবেশে বক্তব্য দেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান শামীম, আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মাও: শরীফ সাইদুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, জেলা সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, মাও: আবু সাঈদ, আবু গালিব, শোয়াইব আহমেদ, মুফতি আরিফ বিল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মাও: দ্বীন ইসলাম, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, মাও: ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম কাবিরসহ অন্যান্যরা। সমাবেশ শেষে মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সারাবাংলা/এনজে

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পিআর

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর