শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক আবুল কাশেম মাল (৫০) নিহত হয়েছেন। এ ছাড়াও মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটতলা মাঝি বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক কাশেম মাল ভেদরগঞ্জ পৌরসভার ওহাব আলী মালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ বাজার থেকে মালামাল নিয়ে নারায়ণপুরে নামিয়ে দিয়ে পুনরায় ভেদরগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের নারায়ণপুর বটতলা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আবুল কাশেম মাল নিহত হন। আমরা মোটরসাইকেল ও ভ্যান উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন। আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি সেখানে তাদের পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’