Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে। দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ভবিষ্যতে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে কার্যত ধ্বংস করে দেবে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের ওপর যে দমন-পীড়ন চলছে, তা পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নিধন ছাড়া কিছু নয়।’

বিজ্ঞাপন

তারেক রহমান আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। বর্তমান ইসরায়েলি সরকারের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবারের জন্য হুমকিস্বরূপ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে একযোগে নিন্দা জানাতে হবে এবং চাপ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক আদালতের উচিত গাজায় সংঘটিত গণহত্যার বিষয়ে দ্রুত রায় ঘোষণা করা, যাতে ফিলিস্তিনি জনগণ আর বেশি ভোগান্তিতে না পড়ে।’

সারাবাংলা/এফএন/এইচআই

তারেক রহমান প্রবাসী বিএনপি মধ্যপ্রাচ্য

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর