চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কোদাল দিয়ে কুপিয়ে এক দোকানিকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই তাকে খুন করে পালিয়ে গেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম (৫২) ঘাটিয়ার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। লোহাগাড়ার আধুনগর বাজারে তার একটি লেপ-তোশকের একটি দোকান আছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ভিকটিম শাহ আলম ও তার চাচাতো ভাই শাহ নেওয়াজের পরিবারের মধ্যে বসতঘরের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন শাহ নেওয়াজ। আজ (শুক্রবার) কিছু নির্মাণসামগ্রী উভয় পরিবারের চলাচলের রাস্তায় রাখা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।’
‘একপর্যায়ে শাহ আলমের মাথায় কোদাল দিয়ে কোপ দেন শাহ নেওয়াজ। আহত অবস্থায় শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘ঘটনার পর শাহ নেওয়াজ দ্রুত পালিয়ে গেছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তাকে ধরতে অভিযান শুরু করি। তবে এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।’
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।