ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় কলা ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্বাচনে অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি লক্ষ্য করেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। কমিশনের অন্য সদস্যদের সঙ্গে আলোচনায় মতামত দিয়েও সমাধান হয়নি। বরং আমার প্রস্তাব পাশ কাটিয়ে ভোট গণনা শুরু করা হয়েছে।’
তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করছি।’