Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধনু নদে স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ২২:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫

নেত্রকোনা: জেলার খালিয়াজুরি উপজেলার ধনু নদে যাত্রীবাহী স্পিডবোট ডুবে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন— উপজেলার আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোটটির সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষ হলে এটি ডুবে যায়। স্পিডবোটে নারী-শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

খালিয়াজুরি থানার এসআই মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

সারাবাংলা/এসএস

ডুবে ধনু নদ নিখোঁজ শিশু স্পিডবোট

বিজ্ঞাপন

জাকসু নির্বাচন কমিশনারের পদত্যাগ
১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর