নেত্রকোনা: জেলার খালিয়াজুরি উপজেলার ধনু নদে যাত্রীবাহী স্পিডবোট ডুবে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— উপজেলার আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোটটির সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষ হলে এটি ডুবে যায়। স্পিডবোটে নারী-শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ রয়েছেন।
খালিয়াজুরি থানার এসআই মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।