Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সুশীলা কারকি’র শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। ছবি: সংগৃহীত

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে (রাষ্ট্রপতির কার্যালয়) তাকে শপথগ্রহণ করিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই নিশ্চিত করা হয়েছে।

কার্কির নিয়োগ নেপালের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

রাষ্ট্রপতি পৌডেল তাকে সংবিধানের ধারা ৬১ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ২০১৫ সালের নতুন সংবিধান প্রণয়নের পর সকল সরকার ধারা ৭৬ অনুযায়ী গঠিত হয়েছিল। কিন্তু কার্কির নিয়োগ ধারা ৬১ অনুযায়ী হওয়ায় এটি সংবিধান ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অন্তর্বর্তী সরকারপ্রধান নেপাল শপথগ্রহণ সুশীলা কারকি

বিজ্ঞাপন

শনিবার যাত্রী অধিকার দিবস
১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর