Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ইউএনও’র বদলি বাতিলের দাবিতে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ


১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০

সড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ বাতিলের দাবিতে দফায় দফায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত কয়েক দফা সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়ে আটকা পড়েন হাজারো যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিকসহ সাধারণ মানুষ।

নির্বাহী কর্মকর্তার বদলি ঠেকাতে প্রথমে বিকেল সাড়ে ৪ টায় লাকসাম বাইপাস চৌরাস্তায় ছাত্রজনতা অবস্থান নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজটে পরে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে নির্বাহী কর্মকর্তা নিজেই ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে আবার সন্ধ্যায় ছাত্রজনতা মহাসড়ক অবরোধ করেন লাকসাম বাইপাস এলাকায়। পরে পুলিশের সঙ্গে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে আন্দোলনরত ছাত্ররা ঘোষণা দিয়েছে, ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে, রেললাইনও বন্ধ করে দেওয়া হবে।

এ সময় ঘটনাস্থলে ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা উপস্থিত হয়ে ছাত্রদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা তা প্রত্যাখ্যান করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লাকসামের সর্বস্তরের মানুষের পক্ষে ছাত্র জনতা কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। কিন্তু রাতেই ইউএনও কাউছার হামিদের রিলিজ আদেশ জারি হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

টানা তিন দিন ধরে লাকসামে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ‘জনগণের স্বার্থে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনওকে বদলির চেষ্টা চালাচ্ছে। আমরা এই ষড়যন্ত্র মেনে নেব না। অবিলম্বে বদলি আদেশ বাতিল করতে হবে।‘

এ বিষয়ে জানতে লাকসামের ইউএনও কায়সার হামিদ ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার মুঠোফোনে একাধিক বার কল দিলেও তারা রিসিভ করেননি।

ইউএনও’র বদলি কুমিল্লা ছাত্র-জনতা সড়ক অবরোধ

বিজ্ঞাপন

শনিবার যাত্রী অধিকার দিবস
১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর