Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২

এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা

প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবেন লিটন দাসরা। টি-২০ ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

টি-২০ ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২০ ম্যাচে। এই লড়াইয়ে এগিয়ে আছে লংকানরাই। তারা জিতেছে ১২ ম্যাচে। বাংলাদেশের জয় ৮ ম্যাচে।

নিজেদের মাথে শ্রীলংকা জয় পেয়েছে ৩ ম্যাচে। বাংলাদেশের ঘরের মাঠে জিতেছে ২ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে শ্রীলংকার জয় ৬টি, বাংলাদেশের জয় ৫টি।

নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলংকা জিতেছে ৩ ম্যাচে, বাংলাদেশের জয় ১ ম্যাচে।

সবশেষ ৫ দেখায় অবশ্য এগিয়ে আছে বাংলাদেশই। তারা জিতেছে ৩ ম্যাচে, শ্রীলংকার জয় ২ ম্যাচে। দুই দলের শেষ দেখাটা হয়েছিল এই বছরের ১৬ জুলাই। সেবার লংকানদের ৮ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ রাত ৮.৩০ মিনিটে আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর